চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ফরহাদাবাদ ইউনিয়নের জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলইয়ের মো. আকতার হোসেন (২৩), ফতেপুরের মো. শাহাদাত হোসেন (৪৪) এবং নগরীর নন্দীরহাট এলাকার বাসিন্দা মো. হাবিবুল আলম (২৫)।
পুলিশ জানায়, গত রোববার ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২–১৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল শেষে তারা দ্রুত সটকে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উপজেলা ‘আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানারও দেখা যায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেফতার হওয়া চারজনই যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুপুরে তাদের আদালতে হাজির করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন