খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকরা চার দফা দাবিতে ক্লাস বর্জন করে পূর্ণদিবস কর্মসূচি পালন করছেন। সোমবার সকাল থেকে জেলায় নয়টি উপজেলার শিক্ষকরা একযোগে এ আন্দোলনে অংশ নিচ্ছেন।
নবম গ্রেডে পদায়ন, টাইম-স্কেল প্রদান, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি—সহ চার দফা দাবি আদায়ে খাগড়াছড়ি সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি চলছে।
সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ আদনান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
ক্লাস বর্জনের কারণে জেলা জুড়ে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন ঘটছে। আজকের নির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি, ফলে পরীক্ষার খাতা হাতে না পেয়েই অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে।
বিডি-প্রতিদিন/মাইনুল