আগামী ৪ ডিসেম্বর সাউদার্ন মেডিকেল কলেজ আয়োজন করতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এ সম্মেলনে দেশি-বিদেশি ৫৪২ চিকিৎসক ৬৩টি গবেষণাপত্র উপস্থাপন করবেন। শনিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সম্মেলনটির অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম ও সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।
সভায় বলা হয়, বৈজ্ঞানিক সম্মেলনে ইন্দোনেশিয়া, কোরিয়া, আমেরিকা, লন্ডন থেকে আগত চারজন আন্তর্জাতিক গবেষক গবেষণাপত্র উপস্থাপন করবেন। পাশাপাশি দেশের খ্যাতিমান চিকিৎসকরাও তাদের নিজেদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
এর মধ্যে আছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজসহ অন্যরা।
এছাড়া সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত সাইন্টিফিক প্রজেক্ট উপস্থাপন করা হবে। যার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণে উদ্ভাবিত প্রযুক্তি ‘লাইফগার্ড’, থ্যালাসেমিয়ার ঝুঁকি শনাক্তকরণে কিটের উদ্ভাবন এবং মৃগীরোগের জন্য পরিধানযোগ্য সতর্কীকরণ যন্ত্রের উদ্ভাবন।
অনুষ্ঠানে বলা হয় ‘স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’ প্রতিপাদ্যের এ আয়োজনে স্বাস্থ্য শিক্ষা, অ্যাক্রেডিটেশন, তথ্য ও প্রযুক্তি, মেডিসিন, গাইনি, শিশুস্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষু, মৌলিক চিকিৎসা বিদ্যাসহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনা করা হবে।
বিডি-প্রতিদিন/এমই