চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে মো. আজাদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুকনগরে নিজবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজাদ সন্দীপ উপজেলার ৮ নম্বর হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আজাদ দাঁতমারা ইউনিয়নের ফারুক নগরের বাসিন্দা সোহরাব ভূঁইয়ার মেয়ে আইরিন সুলতানাকে বিয়ে করে দীর্ঘ ৫ বছর ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
নিহতের শ্বশুর সোহরাব ভূঁইয়া জানান, আজাদ চট্টগ্রামে জাহাজের শ্রমিকের কাজ করতেন। ছুটি শেষে গত মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার পথে সে ছিনতাইয়ের কবলে পড়লে কর্মস্থলে না গিয়ে বাড়ি ফিরে আসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়।
নিহতের মা ফিরোজা বেগম বলেন, খবর পেয়ে ছুটে এসে ছেলের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেছি। এটা আত্মহত্যা না হত্যা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার এসআই বজলুর রশিদ বলেন, খবর পেয়ে আমরা বসতঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় আজাদ নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া