চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারে ছিলেন। সেখানেই উনিসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদেরকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। যথাসময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ