কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়াজ রাঙ্গুনিয়া পৌরসভার শান্তিনিকেতন এলাকার বাসিন্দা।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, রিয়াজের বিরুদ্ধে খুন, হত্যা, বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা তদন্তাধীন। শনিবার সন্ধ্যায় এক অভিযানে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই