হবিগঞ্জের চুনারুঘাটে মধ্যরাতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আমির হোসেন।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে বাঘারুক গ্রামে নিহতের বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমির হোসেন দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবার দাবি করেছে,-আমিরকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মোটরসাইকেলসহ মরদেহ ফেলে রাখা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ