হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তানগর ও মোহনপুর গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানায়, মহব্বত কনভেনশন হলে নারী উদ্যোক্তা মেলায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দীন শাহীন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ