দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ওষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সঙ্গে জড়িত। করোনা, ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মহামারিতে আমরা জীবন বাজি রেখে সাধারণ মানুষকে সেবা দিয়েছি। কিন্তু আমরা বৈষম্যের শিকার। আমাদের দীর্ঘদিনের দাবির পরও আমাদের ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছে না।
বক্তারা আরও বলেন, আজ আমাদের দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছি। আমাদের দাবি না মানা হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর থেকে কমপ্লিট শাট ডাউন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট সোহেল রানা, জুয়েল আহমদ, নাজমুল, ফার্মাসিস্ট রিগান আহমেদ, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ইমতিয়াজ চৌধুরী, নিখিল শর্মা, জাহাঙ্গীর আলম, মজিদুল ইসলাম ও মাসুদ আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া