সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনটি লাইনচ্যুতির পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন ট্রেনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামগামী দু’টি ট্রেন ছেড়ে যায় বলে জানিয়েছেন রেলওয়ে থানা সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস।
এর আগে দুর্ঘটনার পর সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেনটির চাকা লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ