বার্নার আইডেনটিটি
অনলাইনে গোপনীয়তা রক্ষা নিঃসন্দেহে পরিশ্রমসাধ্য। তবে কঠিন পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এবং বার্নার আইডেনটিটি ব্যবহারের মাধ্যমে প্রাত্যহিক ডিজিটাল লাইফ আরও অধিকতর নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখা সম্ভব ...
অনলাইন কেনাকাটা, খাবার অর্ডার কিংবা বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট গত দেড় বছরে ডিজিটাল সেবার ব্যবহারের ঢেউ এমনভাবে বেড়েছে যে, অধিকাংশ মানুষের অনলাইন অ্যাকাউন্ট সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ। বিপরীতে বেড়েছে ব্যক্তিগত তথ্য ফাঁস, স্প্যাম আর ডেটা ব্রোকারদের নজরদারির ঝুঁকি। এমন সময়ে ‘বার্নার আইডেন্টিটি’ অর্থাৎ বিকল্প বা একবার ব্যবহারযোগ্য পরিচয় ইনবক্স, ফোন ও ক্রেডিট কার্ড সুরক্ষার কার্যকর সমাধান।
বিকল্প ইমেইল : নিয়ন্ত্রণে ‘SimpleLogin’
অনলাইনে সাইনআপ করতে গিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে ইমেইল অ্যাড্রেস। একবার কোথাও দেওয়া হলে সেটি নিউজলেটার, খুচরা বিক্রেতা বা ডেটা ব্রোকারদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। SimpleLogin সেই ঝুঁকি কমায় একবার ব্যবহারযোগ্য ‘অ্যালিয়াস’ তৈরি করে। এসব অ্যালিয়াসে আসা মেইল ব্যবহারকারীর আসল ইনবক্সে ফরোয়ার্ড হয়, আর স্প্যাম বেড়ে গেলে সেই অ্যালিয়াস সহজেই ব্লক করা যায়। ব্যক্তিগত কেনাকাটা, গাড়ি বিক্রেতা বা অনিয়মিত সেবার ক্ষেত্রে এই ফরোয়ার্ডিং সবচেয়ে কার্যকর। ওপেন সোর্স হওয়ায় নিরাপত্তা নিয়েও রয়েছে স্বচ্ছতা। ‘Maildrop’-এর মতো পরিষেবাগুলো আবার আরও এক ধাপ এগিয়ে, অর্থাৎ সাইনআপ বা ডিসকাউন্ট কোড নেওয়ার মতো কাজের জন্য কয়েক মিনিট টিকে থাকা ইনবক্স দেয়, যা পরে স্বয়ংক্রিয়ভাবে ‘ধ্বংস’ হয়ে যায়। যদিও তা ব্যক্তিগত তথ্যের জন্য নয়, কিন্তু প্রয়োজনীয় কাজে সময় বাঁচায়।
ভার্চুয়াল ক্রেডিট কার্ড :
কেনাকাটার নিরাপত্তা বাড়ায় Privacy
অনেক ওয়েবসাইটে আসল ক্রেডিট কার্ড তথ্য দেওয়া ঝুঁকিপূর্ণ। Privacy নামের সেবাটি আপনার জন্য বিশেষ ভার্চুয়াল কার্ড তৈরি করে, যা নির্দিষ্ট দোকান বা নির্দিষ্ট লিমিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। সাবস্ক্রিপশন বাতিল করা কঠিন হলে একটি ভার্চুয়াল কার্ড নিষ্ক্রিয় করলেই হয়ে যায়। ফ্রি সংস্করণেই পাওয়া যায় মাসে অন্তত ১২টি পর্যন্ত কার্ড, যা মূলত সাধারণ ব্যবহারকারীর জন্য যথেষ্ট।
দ্বিতীয় ফোন নম্বর :
সুরক্ষায় সহজ Google Voice
ডেটিং, বাড়ির কাজ বা অচেনা বিক্রেতাদের সঙ্গে যোগাযোগে নিজের মূল নম্বর শেয়ার করা অনেকেই এড়িয়ে চলেন। Google Voice এসব পরিস্থিতির জন্য একটি অতিরিক্ত, বিনামূল্যের নম্বর দেয়, যা প্রয়োজনে বদলানো যায়।
সমন্বিত সমাধান : MySudo
যারা ইমেইল, ফোন এবং ভার্চুয়াল কার্ড- সবকিছু একসঙ্গে চান, তাদের জন্য MySudo হতে পারে একটি সম্পূর্ণ প্যাকেজ। পৃথক ‘সুডো’ প্রোফাইল তৈরি করে প্রতিটি কাজে ব্যবহার করা যায় আলাদা পরিচয়। টিকা অ্যাপয়েন্টমেন্ট থেকে অনলাইন কেনাকাটা, সবকিছু থাকবে নিয়ন্ত্রিত আলাদা ঘরে।
সবকিছু মিলিয়ে এভাবে পরিচয় ভাগ করে ব্যবহার করা প্রথমে একটু জটিল বা সময়সাপেক্ষ মনে হতে পারে, এটা স্বাভাবিক। অনলাইনে সামান্য গোপনীয়তা বজায় রাখতেও বাড়তি পরিশ্রম লাগে, যা অনেকের কাছেই বিরক্তিকর। তা ছাড়া নতুন নতুন সেবায় ব্যক্তিগত তথ্য দিতে গেলে ঝুঁকি তো থাকেই। কিন্তু শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, প্রতিটি অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং প্রয়োজন অনুযায়ী বার্নার আইডেনটিটি ব্যবহার করলে সামগ্রিকভাবে আপনি নিজের তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পান। অনেক ক্ষেত্রে এই অতিরিক্ত নিরাপত্তা ও স্বাধীনতাই সম্ভাব্য ঝুঁকির তুলনায় অনেক বেশি মূল্যবান প্রমাণ হয়।
তথ্যসূত্র : ওয়্যারকাটার