সম্প্রতি ১২ নভেম্বর বুধবার ইংল্যান্ডের হুইটলি বে-তে সেন্ট মেরি’স লাইটহাউসের (St. Mary’s Lighthouse) ওপর উত্তর গোলার্ধের আলো (Northern Lights) জ্বলজ্বল করে। মহাজাগতিক সৌর ঝড়টি গেল সপ্তাহে এমন অঞ্চলে অরোরা বা মেরুপ্রভার এক ঝলমলে প্রদর্শনী তৈরি করেছিল, যেখানে সাধারণত এটি খুব কমই দেখা যায়।
তথ্যসূত্র : সিএনএন