বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ফিজিক্যাল রিভিউ লেটার্স’-এ প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য-আমাদের সৌরজগৎ বিজ্ঞানীদের পূর্ব অনুমানের চেয়েও অনেক দ্রুত গতিতে মহাবিশ্বের মধ্য দিয়ে ছুটে চলেছে। বিলেফেল্ড ইউনিভার্সিটির জ্যোতিপদার্থবিদ লুকাস বোহমের নেতৃত্বে এই আবিষ্কার মহাবিশ্বের কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
সৌরজগতের গতি সঠিকভাবে পরিমাপ করা কঠিন হলেও গবেষকরা রেডিও টেলিস্কোপের মাধ্যমে দূরবর্তী রেডিও ছায়াপথ (Radio Galaxies) পর্যবেক্ষণ করে এই কাজটি করেছেন। এই ছায়াপথ থেকে নির্গত রেডিও তরঙ্গ মহাজাগতিক ধুলার মধ্য দিয়েও বেরিয়ে আসতে পারে। বিজ্ঞানীরা লক্ষ করেছেন যে, সৌরজগৎ যখন একটি নির্দিষ্ট দিকে চলে, তখন সেই দিকে তুলনামূলকভাবে সামান্য বেশি সংখ্যক রেডিও ছায়াপথ দেখা যায়। এ ঘটনাটি চলার সময় হালকা ‘বাতাসের প্রতিকূলতা’ অনুভবের মতো। গবেষক বোহমের দল ইউরোপজুড়ে বিস্তৃত লোফার (LOFAR) রেডিও টেলিস্কোপ নেটওয়ার্কের ডেটা ব্যবহার করে এই প্রভাব পরিমাপ করেন।
গবেষণায় দেখা গেছে, মহাকাশজুড়ে রেডিও ছায়াপথের অসম বণ্টন বা ‘ডাইপোল’ প্রভাব বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়ে ৩.৭ গুণ বেশি শক্তিশালী। সহজ কথায়, আমাদের সৌরজগৎ প্রচলিত মহাজাগতিক মডেলের পূর্বাভাসের চেয়ে তিনগুণ বেশি দ্রুত গতিতে চলছে। এই আবিষ্কার পরিসংখ্যানগতভাবে খুবই শক্তিশালী, কারণ এটি বৈজ্ঞানিক মানদণ্ড পাঁচ সিগমা (Five Sigma) অতিক্রম করেছে। এই নতুন গবেষণা মনে করিয়ে দেয় যে, মহাবিশ্বে এখনো বড় ধরনের অপ্রত্যাশিত রহস্য লুকিয়ে আছে।