ইতালিয়ান সেরি আর শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র এক। তিন দিনের ব্যবধানে শীর্ষস্থান তিনবার বদলানোর পর এবার আবারও টেবিলের চূড়ায় উঠে এসেছে এসি মিলান। তোরিনোর মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে ফের শীর্ষে অবস্থান শক্ত করল লাল-কালোরা।
সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বদলি নেমে জোড়া গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিক, যার হাত ধরেই আসে মিলানের দারুণ জয়।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় মিলান নাপোলিকে ছাড়িয়ে আবারও প্রথম স্থানে। আগের দিন জিতে নাপোলি শীর্ষে উঠেছিল। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শনিবার শীর্ষে থাকা ইন্টার মিলান এখন আছে তৃতীয় স্থানে।
অসুস্থতার কারণে পুলিসিকের খেলা নিয়ে শঙ্কা ছিল। জ্বরে ভুগে ম্যাচের শুরুতে তিনি ছিলেন বেঞ্চে। এছাড়া রেফারি বিতর্কে এক ম্যাচের নিষেধাজ্ঞায় কোচ মাক্সিমিলিয়ানো আল্লেগ্রি টাচলাইনে ছিলেন না। সব মিলিয়ে কঠিন অবস্থাতেই মাঠে নামে এসি মিলান।
শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ১০ মিনিটে নিকোলা ভ্লাসিচের পেনাল্টি থেকে এগিয়ে যায় তোরিনো। মাত্র সাত মিনিট পর দুভান জাপাতার গোলে মিলানের জালে আবারও বল জড়ায়।
দুই গোলের ধাক্কায় নড়বড়ে মিলান দ্রুতই ফিরে আসে ম্যাচে। প্রায় ৩০ গজ দূর থেকে দারুণ এক শটে ব্যবধান কমান ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। তবে এরপরই নতুন সংকটে পড়ে সফরকারীরা, ৩১তম মিনিটে চোটে মাঠ ছাড়েন রাফায়েল লেয়াও।
দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ালেও গোলের দেখা মিলছিল না। অবশেষে ৬৬তম মিনিটে বাধ্য হয়ে পুলিসিককে মাঠে নামান আল্লেগ্রির সহকারী কোচ।
মাঠে এসে সময় লাগল মাত্র কয়েক সেকেন্ড। প্রথম টাচেই দলের সমতা ফেরান মার্কিন তারকা। দশ মিনিট পর সতীর্থের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোল করে মিলানকে উপহার দেন মূল্যবান জয়।
এই জয়ে সেরি আর শিরোপা লড়াই আরও জমে উঠেছে, আর এসি মিলানও নিশ্চিত করেছে টেবিলের শীর্ষে তাদের শক্ত উপস্থিতি।
বিডি প্রতিদিন/মুসা