দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। বুধবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের এ দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
চোট সারিয়ে দলে ফিরেছেন শুভমান গিল। তবে এখনো নিশ্চিত নয়, আদৌ খেলতে পারবেন কিনা তারকা ওপেনার। কেবল ফিটনেসের ছাড়পত্র পেলেই তিনি খেলতে পারবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
গত মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে তিন বল খেলার পরেই ঘাড়ের সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন শুভমান গিল। পরে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটার। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাকে।
গিলের পাশাপাশি টি-টোয়েন্টিতে ফিরেছেন হার্দিক পান্ডিয়াও। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলার সময় চোটে পড়েছিলেন এই তারকা অলরাউন্ডার। কুশল মেন্ডিসকে আউট করার পর প্রথম ওভার শেষেই মাঠ ছেড়েছিলেন তিনি। এমন অবস্থায় পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেননি হার্দিক। ভারত দলের অস্ট্রেলিয়া সিরিজেও ছিলেন না তিনি।
কুটাকে ৯ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর চন্ডীগড়ে ১১, ধর্মশালায় ১৪, লখনৌতে ১৭ ও আহমেদাবাদে ১৯ তারিখ সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড
সূর্যকুমার যাদব, শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্শিত রানা ও ওয়াশিংটন সুন্দর।
বিডি প্রতিদিন/এমআই