আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। ১৭০ রানের জবাবে খেলতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে টাইগাররা। এতে ১-১ ব্যবধানে সিরিজে সমতায় ফিরল লিটন দাসের দল।
শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আইরিশরা ইনিংস শেষ করেছে ৬ উইকেটে ১৭০ রান তুলে। পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিলেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। পল স্টার্লিং ১৪ বলে ২৯, আর টিম টেক্টর ২৫ বলে ৩৮ রান করে আউট হন। এই সংস্করণে প্রথম উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৫ রান তোলে তারা।
এরপরই দ্রুত উইকেট তুলে রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তবে পঞ্চম উইকেট জুটিতে জজ ডকরেলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন লরকান টাকার। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান করে আউট হন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
জবাবে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেন পারভেজ হোসেন ইমন। কিন্তু আরেক ওপেনার তানজিদ তামিমকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। ১০ বলে ৭ রান করে রান আউটে ফেরেন তামিম।
তবে তামিমকে হারালেও ইমন আর লিটন দাসের ব্যাটে পাওয়ার প্লেতে ঝড় তুলেছে বাংলাদেশ। ৬ ওভারে টাইগাররা তোলে ১ উইকেটে ৬৬ রান। ইমন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলেন। তার সেই আত্মবিশ্বাসী ইনিংসের ইতি ঘটে ডেলানির বলে রিভার্স সুইপ খেলতে গেলে। ২৮ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন ইমন।
তার আউটের পর লিটন দাসও ঝড়ো ব্যাটিং করতে থাকেন। তবে ইনিংসের ১৫তম ওভারে মার্ক এডায়ারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে। বাংলাদেশ অধিনায়কের ৩৭ বলে ৫৭ রানের ইনিংসে ছিল ৩টি করে চার-ছক্কার মার। মাঝের ওভারে দ্রুত উইকেটের পতন হলেনও শেষদিকে সাইফউদ্দিনের ৭ বলে ১৭ রানের ক্যামিওতে জয় পায় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এমআই