ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে।
ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমি আগেও বলেছি আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তাদের বিরুদ্ধে কিভাবে খেলবো সে সম্পর্কে কোচ ইতোমধ্যেই আমাদের নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ টুর্নামেন্টে আমরা ভাল কিছু করে দেখাবো ও দেশকে ভাল ফুটবল উপহার দিব।’
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছে। সে কারণেই দু’টি ভাল দলের বিপক্ষে খেলার সুযোগ তাদের জন্য সৌভাগ্যের এবং তারা ম্যাচগুলো উপভোগ করতে চান।
আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর মাঝে ২৯ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আজারবাইজান।
বাংলাদেশ দল
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়), কোহাতি কিসকু, মামনী চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), মোসা. হালিমা আখতার, মোসা. জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, মোসা. মুনকি আখতার, স্বপ্না রানি, উমেলা মার্মা, শাহেদা আক্তার রিপা, মোসা. সুলতানা, মোসা. সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।
স্ট্যান্ডবাই : মোসা. রুমা আক্তার, তনিমা বিশ্বাস।
বিডি-প্রতিদিন/বাজিত