সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম ‘ঈদ আল ইত্তেহাদ’ স্বাধীনতা দিবস বাংলাদেশ সমিতি শারজার উদ্যোগে আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে। দেশটির অগ্রযাত্রা ও সমৃদ্ধি স্মরণে আয়োজন করা হয় অনাড়ম্বর অনুষ্ঠান।
মঙ্গলবার অনুষ্ঠানটি প্রকৌশলী করিমুল হকের সঞ্চালনায় এবং শারজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্পন্ন হয়। বক্তারা ঈদ আল ইত্তেহাদ-এর গুরুত্বের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের উন্নয়ন ও সফলতার প্রশংসা করেন এবং দেশটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সিনিয়র সদস্য প্রকৌশলী শহিদুল ইসলাম, কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক বদিউল আলম, ক্রীড়া সম্পাদক আল মামুন এবং সমাজকল্যাণ সম্পাদক শহীদুর রহমান খোকনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
আলোচনা শেষে, ইউএই-এর সমৃদ্ধি ও জাতির শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সবাই মিলে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বাংলাদেশ সমিতি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
বিডি-প্রতিদিন/আশফাক