আগামী ১২ ডিসেম্বর টরোন্টোর ব্রাইটন হলে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশি রিয়েলটরস ইন কানাডা (বিআরসি) নাইট ২০২৫–এর প্রস্তুতি নিয়ে কানাডার স্বাদ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআরসি এর নেতৃবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিরা।
সংবাদ সম্মেলনে প্রধানত বিআরসি নাইট ২০২৫–এর আয়োজন ও প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয়। বিশেষভাবে প্রশংসা করা হয় অনুষ্ঠানের স্পনসর ল’ইয়ার সুর্য চক্রবর্তীর আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার জন্য।
অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীও অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে প্রতিক হাসান, ভারত থেকে সা-রে-গা-মা শিল্পী সুমনা গাঙ্গুলি, বাদ্যযন্ত্রে রূপতনু শর্মা, সাউন্ডে ডিজে ইমন, নৃত্যশিল্পী তাপস দেব, নয়ন ও বিন্দি এবং তরুণ প্রজন্মের শিল্পী ফাবিয়ান। অনুষ্ঠানের উপস্থাপনা করবেন অজন্তা চৌধুরী।
সংবাদ সম্মেলনে কনভেনর মনির ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের মূল কমিটির পাশাপাশি বিভিন্ন সাব-কমিটির অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়। প্রত্যেক সাব-কমিটির দায়িত্বশীল কাজ বিআরসি নাইট ২০২৫–কে সফল ও স্মরণীয় করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যারা এখনও বিআরসি নাইট ২০২৫–এর জন্য রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২৫। সংবাদ সম্মেলনে উপস্থিত টরন্টোর প্রধান মিডিয়া গ্রুপকেও স্বাগত জানানো হয়।
সংবাদ সম্মেলনের শেষভাগে বিআরসি নাইট ২০২৫–কে সফল ও স্মরণীয় করার জন্য যারা পরিশ্রম করছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল