বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টরন্টোর অভিজাত সিনামন ব্যানকোয়েট হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অন্টারিও ইনক কানাডার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি একখণ্ড বাংলাদেশে পরিণত হয়।
বাংলাদেশের জাতীয় সংগীত ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আনম ইউসুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম, স্কারবরো সাউথ ওয়েস্ট সিটি কাউন্সিলর পার্থি কান্ডাভেল, ফেডারেল এমপি বিল ব্লেয়ারের পক্ষ থেকে ফেডারেল রাইডিং অ্যাসোসিয়েশনের ডিরেক্টর মাহমুদা নাসরিন এবং স্কারবরো নর্থের এমপি শান চানের পক্ষ থেকে জুডিয়া ইয়ং।
২০২৫-২০২৮ মেয়াদের অভিষিক্ত কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার আলম মোরল। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট মো. আব্দুল মালিক। ফারহানা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকির খান, নির্বাচন কমিশনার মাহবুব চৌধুরী, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, উম্মে হাবিবা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাঈদ চৌধুরী, অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আমিনুল ইসলাম, বাংলাদেশ ফিমেল একাডেমি দিরাই সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মঈন উদ্দিন চৌধুরী, অধ্যাপক মাসুক মিয়া, মোজাহিদুল ইসলাম, ব্যারিস্টার আরিফ হোসাইন, সাইদুল ফয়সাল, মো. জালাল হাওলাদার, মো. কুতুব উদ্দিন প্রমুখ।
২০২৫–২০২৮ সালের অভিষিক্ত কমিটির সদস্যরা হলেন- সভাপতি আনম ইউসুফ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাঈদ চৌধুরী; সহ-সভাপতি সৈয়দ আমিনুল ইসলাম, দেওয়ান এম. এ. হক, মোহাম্মদ হোসেন, কানন বড়ুয়া, চমন আফরোজ চৌধুরী, আরিফ হুসাইন; সাধারণ সম্পাদক ডা. মো. হানিফ উদ্দিন; সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান (লিটন), রওশন আখতার; সাংগঠনিক সম্পাদক মো. গোলাম ফারুক; সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল হাওলাদার; অর্থ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান; সহ-অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরিফুল হক; ক্রীড়া সম্পাদক ফুজেল আহমেদ; সহ-ক্রীড়া সম্পাদক সুফিয়ান সিদ্দিকী জনি; দপ্তর সম্পাদক ডা. শামসুল আবেদীন; সহ-দপ্তর সম্পাদক বি. এম. সাইফুল; সাংস্কৃতিক সম্পাদক ফারহানা আহমেদ; সহ-সাংস্কৃতিক সম্পাদক ফ্লোরা নাসরিন ইভা; সামাজিক উন্নয়ন সম্পাদক লুতফুন্নাহার লতা; নারী উন্নয়ন সম্পাদক নাহিদ ফাতেমা সনি; ব্যবসা, বাণিজ্য ও দক্ষতা উন্নয়ন সম্পাদক বাবলু চৌধুরী; প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মনসুর আলী; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল বাতিন ফয়সাল; আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কুতুবুদ্দিন; আইটি ও জনসংযোগ সম্পাদক গোলাম এমরান (সুমন); যুব ও ভবিষ্যৎ প্রজন্ম সম্পাদক শরীফ আলী; ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক।
নির্বাহী সদস্যরা হলেন- মুজাহিদুল ইসলাম, সাইদুল ফয়সাল, সাদ চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী রিপন, মোহাম্মদ শরফুল ইসলাম, মোহাম্মদ মকবুল হোসেন (মঞ্জু), মাসুক চৌধুরী, মোহাম্মদ আব্দুল মানিক, নজরুল ইসলাম লিটন, মো. ওলিউর রহমান, মো. কবিরুল ইসলাম, রিমন ইসলাম, মোহাম্মদ আলী রেজা, মাহবুবুর রহমান, তানিম ইকবাল, মিনহাজ উদ্দিন (কামরু), সবুজ মিয়া (মাশরাফি), মো. রবিউল ইসলাম নজরুল, রুহুল কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ শহিদুর রহমান, গাজী জাবের আহমেদ, আবু বকর সিদ্দিক, হোসনেয়ারা আক্তার (হাসনা হেনা) প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল