জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। বর্তমান আইন মানুষের তৈরি এবং বর্তমান সংবিধান পুরোপুরি ইসলামভিত্তিক নয়। ৫৪ বছরে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
গতকাল দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ শাহ্র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুর রশিদ, অধ্যক্ষ আবদুস সাত্তার, মাওলানা আন্তাজুল ইসলাম প্রমুখ।
এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন, এত দিন আমাদের দেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। কাউকে স্বাধীনতার পক্ষে কাউকে বিরোধী বলা হয়েছে। একটি দেশের নাগরিককে দুই ভাগে বিভক্ত করে কোনো দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য আমরা নাগরিকরা যে দলেরই হই না কেন, আমরা বাংলাদেশের নাগরিক। তাই আমরা বিভক্ত না হয়ে সবাই দেশের উন্নয়নের জন্য কাজ করি।