জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে জাতীয় ঐক্য জোট। বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে ও মুখপাত্র মো. মাসুদ হোসেনের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই মুহূর্তে দেশে জাতীয় নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। হত্যা, নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিত্যদিনের সঙ্গী। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখনো পর্যন্ত লুট হয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর গুলিবর্ষণ, হামলা, নির্যাতন চলছে।
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। জাতি এ ধরনের নির্বাচন চায় না।
আরও বক্তব্য রাখেন সৈয়দ আবদুল হান্নান আল হাদী, বেলাল হোসেন, মোহাম্মদ আতাউল্লাহ খান, মাওলানা মোহাম্মদ শরীফ হাজারী, রফিকুল ইসলাম ভূঁইয়া, মুজাম্মেল হক মিয়াজী, আবু হানিফ প্রমুখ।