বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জোটবদ্ধভাবে এক প্রতীকে নির্বাচন করার সুযোগ করে দিতে হবে। গতকাল রাজধানীর তেজকুনিপাড়ায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
আবদুর রহিম বলেন, ‘দেশব্যাপী সৎ ও যোগ্য নেতৃত্বকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে কাজ করছি। আমরা চাই ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে টিমওয়ার্ক গড়ে তুলতে। ভোটারকে দল-প্রতীকের বাইরে সৎ প্রার্থী বাছাইয়ে উদ্বুদ্ধ করতে স্বচ্ছ, আধুনিক ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক কাঠামো গঠন করতে চাই। তিনি বলেন, ভোটের আগে এক শতাংশ ভোটারের সমর্থন নেওয়ার বিধান বাতিল করতে হবে।
আগামী ১১ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ শেষে নির্বাচন কমিশন অভিমুখে স্মারকলিপি প্রদানের পথযাত্রায় সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।