ভোলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা। গতকাল সকালে বোরহানউদ্দিন সরকারি আবদুল জব্বার কলেজে বসুন্ধরা শুভসংঘের বোরহানউদ্দিন উপজেলা শাখা এ সভার আয়োজন করে। সভায় শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে জলবায়ুবান্ধব চেতনা ছড়িয়ে দিতে তথ্যপত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশবিষয়ক ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন শাখার সভাপতি সাংবাদিক আবুল বাশারের সভাপতিত্বে সভায় বক্তারা জলবায়ু সংকটের বাস্তব চিত্র তুলে ধরে এর মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন। বক্তারা বলেন সাগর, উপকূলের দ্বীপ জেলা ভোলা জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁঁকিপূর্ণ এলাকা।
আবুল বাশার বলেন, বোরহানউদ্দিন উপজেলাকে জলবায়ুবান্ধব মডেল এলাকায় রূপান্তর করতে বসুন্ধরা শুভসংঘ শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় সচেতনতাবৃদ্ধি, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি সংরক্ষণ ও বর্জ্যব্যবস্থাপনাকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।
সরকারি আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন বলেন, নদী-খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। জলবায়ুবান্ধব জীবনযাপন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভোলা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন শাখার সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বড় ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে কার্যকর সচেতনতা তৈরি করতে হবে। পানি সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্যব্যবস্থাপনা- এসব নিয়মিত চর্চায় পরিণত করতে হবে।