মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গতকাল মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এতে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। সেবাপ্রার্থী সাধারণ মানুষ কষ্ট ও দুর্ভোগের শিকার হচ্ছেন। তাদের দাবির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোভাবও ইতিবাচক। যেহেতু এটি দীর্ঘদিনের সমস্যা, তাই সমাধানের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্দোলনকারীদের প্রতিনিধিরা এ বিষয়ের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছেন। অথচ তারা দাবি আদায়ের নামে রোগীদের জিম্মি করে আন্দোলন অব্যাহত রেখেছেন। এ পেশায় নিয়োজিত সেবাপ্রদানকারীর কাছে যা কোনোভাবেই কাম্য নয়। তাই কর্মবিরতির নামে রোগীদের সেবাবঞ্চিত না করতে এবং অবিলম্বে কাজে ফেরার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে। এ নির্দেশ না মানলে জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।