টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম নাদিম (৩২)। বৃহস্পতিবার রাজধানীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তার হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে বার্তা পাঠিয়ে জানানো হয়, তিনি (প্রতারক নাদিম) ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্কের প্রতিনিধি। বাসায় বসে পার্ট-টাইম কাজের মাধ্যমে আয়ের প্রলোভন দেখালে ভুক্তভোগী প্রস্তাবটি গ্রহণ করেন।
ইউটিউব সাবস্ক্রিপশনসহ কয়েকটি ছোট অনলাইন টাস্ক করিয়ে ভুক্তভোগীর বিকাশে দুই দফায় ১৫০ ও ২ হাজার ১০০ টাকা পাঠায়। এরপর তাকে ‘আপওয়ার্কফ্রন্টডেস্ক ২০১৩’ নামে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। পরবর্তী ধাপে বড় টাস্কের কথা বলে প্রতারকরা ক্রিপ্টো অ্যাকাউন্ট খুলতে ২ হাজার টাকা বিনিয়োগ করতে বলে। এভাবে একের পর এক টাস্ক, লোভ এবং ভুয়া হিসাব দেখিয়ে চক্রটি ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার টাকা হাতিয়ে নেয়।