নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে আমরা আশাবাদী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসাইন এ কথা বলেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা কেন্দ্র জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, আল্লাহ যাকে মর্যাদা দেবেন তাকে কেউ নিচে নামাতে পারবে না। যাকে নিচে ফেলবেন তাকে হাজার মানুষ চাইলেও ওপরে তুলতে পারবে না।
৪ ও ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের পরিচালক আল্লামা ছালাহ্ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের প্রথম দিনে তিনি আরও বলেন, ব্রিটিশ আমল থেকে তৈরি করা কাঠামো পরিবর্তন করতে পারলে শরিয়ত সম্মতভাবে রাষ্ট্র পরিচালনার অনেক ক্ষেত্রেই পরিবর্তন আনা সম্ভব।
তবে কাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত প্রচলিত ব্যবস্থার মধ্যেই দায়িত্ব পালন করতে হবে।
দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনে দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী স্কলাররা বয়ান করেন। মাহফিলের শেষ দিন গতকাল জুমার নামাজে লাখো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন আল্লামা ছালাহ্ উদ্দীন নানুপুরী। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।