চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের না দেওয়ার দাবিতে গতকাল লাল পতাকা নিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। মহানগরের প্রবর্তক মোড় এলাকায় সমাবেশ শেষে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতির বক্তব্যে টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত বলেন, ‘লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের চুক্তিতে কী আছে দেশের মানুষ জানে না। গোপনে চুক্তি করা হয়েছে। কাউকে লুটেপুটে খাওয়ার সুযোগ আমরা দিতে পারি না। এ দুটি চুক্তি বাতিলের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার যে পাঁয়তারা চলছে, তা বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিকনেতা ইব্রাহিম খোকন, শামসুর রহমান স্বপন, মো. সেলিম উদ্দিন প্রমুখ।
বন্দর রক্ষা পরিষদের সমাবেশ : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া বন্ধের দাবিতে পৃথক সমাবেশ ও মশালমিছিল করেছে বন্দর রক্ষা পরিষদ। গতকাল সন্ধ্যায় মহানগরের হালিশহর বড় পুল এলাকায় সমাবেশ শেষে মশালমিছিল বের করা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী অংশ নেন।
আজ যমুনা অভিমুখে বিক্ষোভ কাল মশাল মিছিল : চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বামপন্থি দলগুলো। গতকাল এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল, পতেঙ্গা বে-১ ও বে-২ টার্মিনাল, পানগাঁও এবং মোংলা বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ করার দাবিতে এবং মার্কিন-ভারতসহ সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত সব চুক্তি প্রকাশ ও জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তিগুলো বাতিলের দাবিতে আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে এ কর্সমসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
একই দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদসহ (স্কপ) আন্দোলনরত সংগঠনগুলো। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে অবরোধ কর্মসূচি পালনকালে ৫ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।