দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি) চুক্তি-প্রক্রিয়া বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মার্চেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ।
গতকাল নগরীর আগ্রাবাদ বাদামতল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্য দাবির মধ্যে রয়েছে- রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর পরিচালনা, বন্দর থেকে বিভিন্ন ধরনের পণ্য প্রাইভেট ডিপোতে নেওয়া বন্ধ করে মার্চেন্ট শ্রমিকদের বেকারত্ব দূর করা, পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্ত মার্চেন্ট শ্রমিকদের নিয়োগ প্রদান।
সমাবেশে বক্তারা বলেন, বন্দরের অর্থে নির্মিত এনসিটি ও সিসিটি বেশ ভালোভাবে চলছে। লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রয়োজন নেই, বন্দর কর্তৃপক্ষ নিজেই পরিচারলনা করতে পারে। বিদেশিদের হাতে বন্দর দেওয়া হলে শ্রমিকরা চাকরি হারাবে। বন্দরের টার্মিনাল নিয়ে যে কোনো চুক্তি করতে হলে দেশের মানুষকে জানিয়ে করতে হবে। জনমত উপেক্ষা করে কোনো চুক্তি করা যাবে না।
মার্চেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্যসচিব মো. খুরশিদ আলম, যুগ্ম আহ্বায়ক রহিম উল্যাহ প্রমুখ।