একযোগে দেশের সব বিভাগের ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করেছে সরকার। গতকাল সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আটটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসন সাজানোর অংশ হিসেবে একযোগে ইউএনও পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে, বৃহস্পতিবারও একযোগে ১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগ দেয় সরকার।