বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া সব সময় দেশ ও দেশের মানুষের কথা ভেবেছেন। কখনো স্বৈরাচারী সরকারের সঙ্গে আপস করেননি। তার আপসহীন নেতৃত্বের কারণেই হাসিনার পতন হয়েছে। উনার জন্য দোয়া করবেন। গতকাল বিকালে জেলা মহিলা দল আয়োজিত বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সময়ে আপনারা দেখছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর কতটা অন্যায়-অত্যাচার চালিয়েছিল স্বৈরাচারী সরকার। তাকে চিকিৎসা না দিয়ে কারাগারে রেখেছিল। তাকে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিল। উন্নত চিকিৎসার অভাবেই দিন দিন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, মাধবদী থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া প্রমুখ।