কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। ঘটনা নিয়ে বিএনপি ও এলডিপি নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহসভাপতি মো. ফখরুল ইসলামকে কুপিয়ে যখম এবং একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহসভাপতি ছোটন জানান, চিলোড়া বাজার জামে মসজিদের উন্নয়নের জন্য দান অনুদানের যে টাকা পাওয়া যায়, তা সব সময় সেগুলো গণতান্ত্রিক যুবদল উপজেলা বাড়েরা ইউনিয়ন শাখার সহসভাপতি মো. ফখরুল ইসলামের মুদি দোকানে রাখা হয়। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে দোকানের সাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর ওই দোকানের ক্যাশ ভেঙে মসজিদ ও দোকানের টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা যাচাই করে দেখা যায় পার্শ্ববর্তী এতবারপুর গ্রামের মৎস্যজীবী দল নেতা রোকনের ছেলে রিফাত (১৫) ওই চুরির ঘটনা ঘটায়। এর জেরে গতকাল দুপুরে অভিযুক্ত রিফাতকে চিলোড়া বাজার থেকে আটক করা হয়। এ সময় রিফাতকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে রিফাতের গ্রাম এতবারপুর, পৌরসভার হারং ও মহারং এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণতান্ত্রিক যুবদল উপজেলা বাড়েরা ইউনিয়ন শাখার সহসভাপতি মো. ফখরুল ইসলামের বসতবাড়িতে হামলা করে তাকে বেধরক মারধর ও কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর এবং দোকান ভাঙচুর করেন বিএনপি নেতা-কর্মীরা। চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম সন্ধ্যায় জানান, চুরির ঘটনা থেকেই বিষয়টি রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।