ইসলামী ঐক্য আন্দোলনের আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ’২৪-এর গণ অভ্যুত্থানে জাতির আকাক্সক্ষা পূরণ হয়নি। জুলাই সনদে ইসলাম ও মুসলমানদের কিছু আছে বলে মনে করি না। জুলাই সনদে দেশ-জাতির মুক্তি মিলবে না। মুক্তি মিলতে পারে একমাত্র ইসলামী সংবিধানের অধীনেই। তাই দরকার একটি পূর্ণাঙ্গ বিপ্লব ও ইসলামী বিপ্লবী সরকার। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরার অধিবেশনে বক্তব্যকালে তিনি একথা বলেন। আরও বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাছির, মাওলানা ফারুক আহমাদ, শহীদুল ইসলাম, আবদুুল বারী মিয়া মোস্তফা বশীরুল হাসান, মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।
মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া আরও বলেন, দেশে জাতীয় নির্বাচনের আবহ চলছে। চলছে আসন ভাগাভাগির মহোৎসব। চলছে ভাগ-বাটোরা ও ক্ষমতার প্রদর্শনী। চলছে জোট-ভোটের মহা হিসাব-নিকাশ। আরও চলছে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ার হাজারো অঙ্গীকার। কিন্তু আমাদের বিশ্বাস; প্রচলিত গতানুগতিক ঐক্য ও জোট-ভোটের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়।