স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা, কবিতা পাঠ, তথ্যচিত্রের প্রদর্শন, শাস্ত্রীয় সংগীতসহ নানান আয়োজনের মধ্যদিয়ে প্রয়াত কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে স্মরণ করেছে পেন বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। শুরুতে স্বাগত ভাষণ দেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভীন। এরপর সৈয়দ মনজুরুল ইসলামকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার।
ড. শিউলী ভট্টাচার্য ভায়োলিন পরিবেশন করেন, তাঁর সঙ্গে তবলায় ছিলেন সুকান্ত দাস। লেখকের জীবনী পাঠ করেন কথাসাহিত্যিক শাহনাজ নাসরীন।
পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজার সঞ্চালনায় আলোচনা করেন প্রফেসর নজরুল ইসলাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি আসাদ মান্নান, প্রফেসর ড. সানজিদা হোসাইন এবং লেখকের ভাতিজি, ব্রুনেল ইউনিভার্সিটিতে শিক্ষারত সৈয়দা নোভেরা আনোয়ার।
আলোচনার পরে প্রদর্শিত হয় তথ্যচিত্র ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’। অনুষ্ঠানে স্মারকগ্রন্থ ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’র মোড়ক উন্মোচন করা হয়।