স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর সম্ভাবনা নিয়ে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় ব্যাংপাকক হাসপাতাল গ্রুপ পিয়াভেটের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। গত শুক্রবার রাজধানীর শান্তিনগরের আইডিয়াল পয়েন্টে স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়িক নেতাদের সঙ্গে থাইল্যান্ডের প্রতিনিধিরা আলোচনা করেন।
ব্যাংপাকক হাসপাতাল গ্রুপের সিইও ড. ভানা চন্দ্রকামোল এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরও ছিলেন পিয়াভেটের মার্কেটিং পরিচালক টিপভারিন ইন্ট্রাটাত, বিপিকে৯-এর সহকারী আন্তর্জাতিক মার্কেটিং পরিচালক আনা মে ডিয়েল এবং প্রতিনিধিদলের কো-অর্ডিনেটর ডা. মো. জোবায়দুর রহমান জনি।