সিলেটের বালাগঞ্জে ট্রাকচাপায় খুরশেদা বেগম (৮) নামের শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের আলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু খুরশেদা জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে।
জানা গেছে, শুক্রবার খুরশেদা তার বাবার সঙ্গে মামার বাড়ি বালাগঞ্জের আলাপুর গ্রামে বেড়াতে এসেছিল। গ্রামের পাশে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে গাড়ি থেকে নামার সময় সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিশুর লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।