শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার পিএস মাহসুদ ঢাকা-চাঁদপুর- বরিশাল রুটে আপ-ডাউন যাত্রায় যাত্রী পরিবহন করেছে মাত্র ৬১ জন। শুক্রবার ঢাকা থেকে ৪০ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে এ জলজযানটি। গতকাল বরিশালের ত্রিশ গোডাউন অস্থায়ী ঘাট থেকে চাঁদপুর হয়ে স্টিমারটি ঢাকা পৌঁছেছে মাত্র ২০ যাত্রী নিয়ে।
বিআইডব্লিউটিসির বরিশালের ব্যবস্থাপক (বাণিজ্য) জসিম উদ্দিন জানান, সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করার সময় নৌযানটিতে প্রথম, দ্বিতীয় ও সুলভ শ্রেণিতে ২০ যাত্রী ছিলেন। তারা সবাই নিজ খরচে সকালের নাস্তা ও দুপুরে খাবার স্টিমারে খেয়েছেন। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী ও নদী তীরবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন।
সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করে। দুপুর ২টায় নৌযানটি চাঁদপুরে পৌঁছায়। সেখানে আধঘণ্টার বিরতি শেষে সন্ধ্যা ৬টা নাগাদ সদরঘাটে পৌঁছেছে। যাত্রীদের মতে, সময় ও গন্তব্য আরও যাচাই-বাছাই করে নৌযানটি পরিচালনা করা হলে যাত্রী সংকট কেটে যাবে। সেই সঙ্গে ভাড়া কমানোরও দাবি তাদের।