নগর সুশাসন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করছে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ড। নগর সুশাসন ও অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক যৌথ কর্মশালায় এ কথা বলেন বক্তারা। গত বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাইকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে নগর সুশাসন শক্তিশালী করা অত্যন্ত জরুরি। জাইকা ভবিষ্যতের জন্য আরও স্মার্ট, বসবাসযোগ্য এবং সুবিধা ও অবকাঠামো সমৃদ্ধ শহর গড়তে লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) প্রকল্পটির স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। উভয় প্রকল্পই ডিসেম্বর মাসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিফোরসি প্রকল্পটি সিটি করপোরেশনগুলোর সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এর ফলে সহজে সেবা প্রদান ও জবাবদিহি প্রক্রিয়ার উন্নয়ন করা সম্ভব। একইভাবে প্রবৃদ্ধি প্রকল্পটি পৌর এলাকায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। প্রতিযোগিতামূলক ব্যবসা পরিবেশ গড়ে তুলেছে এবং স্মার্ট অবকাঠামোর সমন্বয় সাধন করেছে।
কর্মশালায় সিটি করপোরেশন ও পৌরসভার নেতৃত্বস্থানীয় ব্যক্তি, সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের অংশীজন, শিক্ষাবিদ ও বিভিন্ন উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।