রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে আনসার ভিডিপির উপ-মহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল ৫০০টি কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণের সময় সাইফুল্লাহ রাসেল বলেন, শীতের তীব্রতা ও অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই কম্বল বিতরণ কর্মসূচি। আমরা বিশ্বাস করি, এমন মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
আনসার ভিডিপি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আনসার ভিডিপির সেবাকেন্দ্র স্থাপন করে। ওই সেবাকেন্দ্র থেকে প্রতিদিন ২ হাজার মানুষের জন্য খাবার বিতরণ করা হচ্ছে।