শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া- এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে নেত্রীকে ভীষণ প্রয়োজন, দেশের বর্তমান রাজনৈতিক অভিভাবক, দেশের কোটি কোটি মানুষের দোয়ার অসিলায় আল্লাহ যেন প্রিয় নেত্রীকে সুস্থতাসহ দীর্ঘ হায়াত দান করেন, আমরা সবাই মিলে এই দোয়া করি।’
গতকাল বিকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। পরে নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সেনবাগ উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গসংগঠন আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সেনবাগ পৌর বিএনপির সদস্যসচিব সহিদ উল্যাহ। সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, সেই এরশাদবিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত সব গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন, নিজের ও সন্তানের জীবনকে তুচ্ছ করে দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন, সব দলমতের শ্রদ্ধার, ভালোবাসার পাত্র, আপসহীন নেত্রী আজ অসুস্থ। মনে হচ্ছে সারা দেশ আজ অসুস্থ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো. ইলিয়াস, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, ভিপি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।