মিরসরাই থানার ওসির সঙ্গে চট্টগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. সাইফুর রহমানের কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, থানায় ওসি আতিকুর রহমানের সঙ্গে বসে কথা বলছেন মো. সাইফুর রহমান। এ সময় জামায়াতের প্রার্থী ওসিকে উদ্দেশ করে বলেন, আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবিরের-জামায়াতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে, গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। জানা গেছে, ভিডিওটি ২০ নভেম্বর বিকালে মিরসরাই থানা থেকে ধারণ করা হয়। মিরসরাইয়ে ডাকাতির ঘটনা বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে ওসিকে এসব কথা বলেন জামায়াতের প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। এ বিষয়ে জানতে জামায়াত প্রার্থী মো. সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে গত ২০ নভেম্বর ওসি সাহেবের সঙ্গে ডাকাতি বন্ধের বিষয়ে আমার কথা হয়েছে। এটা কোনো গোপন বক্তব্য নয়। কেউ আমার বক্তব্যকে কেটে খণ্ডিত অংশ ছড়িয়েছে অসৎ উদ্দেশ্যে। ডাকাতি বন্ধে আমি পুলিশকে সহযোগিতা করতে চেয়েছি।
ওসি সাহেবও আশ্বাস দিয়েছেন আইনি কাঠামোর মধ্যে যতটুকু সম্ভব হয় তিনি পদক্ষেপ নেবেন।