৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল রাতে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পিএসসি জানায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাসহ সব দিক বিবেচনা করে এ মনোনয়ন দেওয়া হয়েছে। ফল পিএসসির ওয়েবসাইটে মিলবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে ফল ঘোষণা করা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গতকাল রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন চাকরিপ্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাদের মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।