বাংলাদেশ প্রতিদিনে ২৫ নভেম্বর প্রকাশিত ‘চসিকে এক দম্পতির দুর্নীতির সংসার, তদন্ত করবেন মেয়র’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন প্রকৌশলী শাহীন উল ইসলাম চৌধুরী ও ফারজানা মুক্তা। এতে তারা দাবি করেছেন, তারা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনাম ও সততার সঙ্গে পালন করছেন। ফাইল আটকে রেখে উৎকোচ গ্রহণ, অনিয়ম এবং দুর্নীতির মতো যে গুরুতর অভিযোগ প্রতিবেদনে আনা হয়েছে তা ভিত্তিহীন ও অসত্য। বিদেশে অর্থ পাচারের অভিযোগটিও সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট বলে দাবি তাদের।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনে ওই দম্পতির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলোর সত্যতা স্বয়ং চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্বীকার করেছেন। মেয়র বিদেশ থেকে ফিরে এ অভিযোগগুলোর আনুষ্ঠানিক তদন্ত শুরু করার কথাও জানিয়েছেন। প্রতিবেদনটি কোনো ব্যক্তির দ্বারা প্ররোচিত হয়ে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়নি। বরং এটি গভীর অনুসন্ধান এবং করপোরেশন দপ্তরের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।