৯ বছর আগে নিউইয়র্ক সিটির পাতাল ট্রেনের নিচে পড়ে বাঁ হাত ও পা হারানো লুইসা জেনসিন হারগার দ্য সিলভাকে (৩০) ক্ষতিপূরণ বাবদ ৮২ মিলিয়ন ডলার প্রদান করতে হবে এমটিএকে (মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি)। ব্রুকলিনে আটলান্টিক অ্যাভিনিউ রেলস্টেশনের প্ল্যাটফর্মে বয়ফ্রেন্ডের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় অজ্ঞান হয়ে রেললাইনে পড়ার পরই একটি ট্রেন তাঁর বাঁ হাত ও পায়ের ওপরে উঠেছিল।
ব্রাজিলের কলেজছাত্রী লুইসা ট্যুরিস্ট ভিসায় বেড়াতে এসে এ দুর্ঘটনায় পতিত হয়েছিলেন ২০১৬ সালে, তখন তাঁর বয়স ছিল ২১ বছর। দীর্ঘ চিকিৎসার পর লুইসাকে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম হাত ও পা লাগিয়ে দেওয়া হয়েছে। এ দুর্ঘটনার জন্য এমটিএকে দায়ী করে ক্ষতিপূরণ দাবিতে মামলা করেছিলেন লুইসা। ব্রুকলিনে অবস্থিত ফেডারেল কোর্টের জুরিবোর্ড গত সপ্তাহে ওই দুর্ঘটনার জন্য এমটিএকে দায়ী করেন এবং লুইসাকে ৮২ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন। কারণ ট্রেনটি দ্রুত থামিয়ে লুইসাকে রক্ষায় ব্যর্থ হয়েছে বলে আদালত রায় দিয়েছেন।