লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-‘ইউনিফিল’ এ অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্যের নতুন আরেকটি দল। তারা বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১৬) এর অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগদান করবেন। সেখানে নিয়োজিত ব্যানকন-১৫ এর ১১০ জন নৌ-সদস্য দেশে প্রত্যাবর্তন করবেন আগামী ২৭ নভেম্বর। গতকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে নৌবাহিনীর এ দলটি চট্টগ্রাম ত্যাগ করেছে। এর আগে গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ্র নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ জন নৌসদস্যের আরেকটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা লেবাননগামী নৌ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে জাতিসংঘ মিশনে লেবাননগামী নৌ সদস্যের নির্দেশ প্রদান করেন। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম লেবাননগামী নৌ-সদস্যদের বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ২০১০ সাল হতে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এরপর থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গত ১৫ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।