চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারির পর স্থলবেষ্টিত দেশ ভুটানের উদ্দেশে যাত্রা করেছে ট্রানজিটের প্রথম চালানের ৬ টন পণ্য। ট্রানজিটের পরীক্ষামূলক কার্যক্রমের (ট্রায়াল রান) অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত হয়ে চালানটি ভুটান যাবে। চালানটিতে চকলেট, শ্যাম্প, শুকনো পাম ফল ও জুস জাতীয় পণ্য রয়েছে। থাইল্যান্ড থেকে দুই মাস আগে চট্টগ্রাম বন্দরে আসে এসব পণ্য। ভুটানের একটি প্রতিষ্ঠান পণ্যগুলো আমদানি করছে। গতকাল চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম টেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম খান জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রানজিটের পণ্যবোঝাই ট্রাক চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী স্থলবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।
চালানটি চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশ করবে। এরপর ভারতের শিলিগুড়ি হয়ে ভুটানের স্থলবন্দরে পৌঁছানোর কথা। এ ট্রানজিট সুবিধায় বন্দর এবং সড়ক পথ ব্যবহারের জন্য ভুটানকে বিভিন্ন ফি ও মাশুল বাবদ ৮৫ হাজার টাকা পরিশোধ করছে।