বরিশালের চরমোনাই দরবারে বার্ষিক অগ্রহায়ণের তিন দিনব্যাপী মাহফিল আজ থেকে শুরু হচ্ছে। জোহরের নামাজের পর চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, তিন দিনব্যাপী মাহফিলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান পেশ করবেন চরমোনাই পীর। তিনটি বয়ান পেশ করবেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বয়ান করবেন।
মাহফিলে আগত মুসল্লিদের সেবা ও শৃঙ্খলার জন্য সহস্রাধিক স্বেচ্ছাসেবক থাকবেন। চিকিৎসার জন্য ১০০ শয্যার হাসপাতাল রয়েছে। দুটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে রোগীদের জরুরি স্থানান্তরের জন্য। আয়োজকরা জানান, ১৯২৪ সালে মাহফিলের সূচনা হয়।