বাংলাদেশে সরকারি-বেসরকারি সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে পূর্ণাঙ্গ আন্তলেনদেন (ইন্টারঅপারেবিলিটি) চালুর লক্ষ্য ধরা হয়েছে ২০২৭ সালের জুলাই। গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনলাইন লেনদেনব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশন-সহযোগী সংস্থা ‘মোজোলুপ’ একটি সমঝোতা স্মারক সই করে। গভর্নর বলেন, ‘২০২৭ সালের জুলাইয়ের মধ্যে সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তলেনদেনব্যবস্থা চালু করা সম্ভব হবে। এটি হলে ব্যাংক, এমএফএস, বিমা কোম্পানি সব সেক্টরই একই প্ল্যাটফর্মে আসবে।’ তিনি আরও বলেন, ‘অনলাইনে তাৎক্ষণিক লেনদেন সম্ভব হলে নগদ টাকার প্রয়োজন কমে যাবে। স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।
এজন্য বাংলাদেশ ব্যাংক একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)।’