ভারতের গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পর্যটকসহ ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া ছয়জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গোয়া পুলিশের ডিজি জানান, ‘শনিবার দিবাগত রাতে আরপোরার একটি রেস্তোরাঁ-কাম-ক্লাবে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। গভীর রাত ১২.০৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুম আগুন লাগার খবর পায় এবং পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দুর্ঘটনাস্থল থেকে সবকটি লাশ উদ্ধার করা হয়েছে।
গোয়ার রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আরপোরা গ্রামে অবস্থিত গোয়ার রোমিও লেন ক্লাবে আগুনের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ছবিতে দেখা যায়, কীভাবে নাইটক্লাবে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে এবং প্রতিষ্ঠানের প্রায় প্রতিটি অংশ গ্রাস করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে নাইট ক্লাবের ফার্স্ট ফ্লোরে অবস্থিত ডান্স রুমে তখন প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ করে আগুন লাগার ঘটনায় প্রাণে বাঁচতে ওপর থেকে নিচে নামতে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় কিছু মানুষ রান্না ঘরের মধ্যে ঢুকে পড়ার পরই সেখানে আটকে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, নিহতদের বেশিরভাগই রান্নাঘরের কর্মী (কিচেন স্টাফ), যার মধ্যে তিনজন নারীও রয়েছেন।
এ ছাড়া নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও রয়েছেন।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লাখ এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।