বাংলাদেশি, ভারতীয়, চায়নিজসহ ৬০ জন ডেলিভারি রাইডারের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ ওঠায় তারা যুক্তরাজ্য থেকে বহিষ্কারের মুখে পড়েছেন। তারা মূলত অন্য কোনো ভিসায় এসে অবৈধভাবে ব্রিটেনে ডেলিভারি পেশায় যুক্ত হয়েছিলেন। সরকার জানিয়েছে, যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়া ৬০ জন টেকঅ্যাওয়ে ডেলিভারি রাইডারকে দেশ থেকে ফেরত পাঠানো হবে। হোম অফিস বলছে, নভেম্বর মাসে টানা সাত দিন ধরে সারা দেশের বিভিন্ন শহর, উপশহর ও গ্রামে পরিচালিত একটি জাতীয় অভিযানে মোট ১৭১ জন রাইডারকে আটক করা হয়েছে।
এটি এমন একসময়ে এসেছে যখন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ গিগ ইকোনমিতে অবৈধভাবে কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এ ব্যাপারে বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, নভেম্বরের এই অভিযান পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে যে, আপনি যদি এ দেশে অবৈধভাবে কাজ করেন, তবে আপনাকে গ্রেপ্তার করে ফেরত পাঠানো হবে।
হোম অফিস জানিয়েছে, সলিহালের একটি রেস্টুরেন্ট থেকে দুজন চীনা নাগরিক, লন্ডনের নিউহ্যাম থেকে বাংলাদেশি ও ভারতীয় চারজন রাইডার এবং নরউইচ থেকে ভারতীয় তিনজন রাইডারকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাতজনকে এখন ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রাখা হয়েছে।